গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের পুরনো দিনের গানের সংরক্ষণকারী রমেশ চন্দ্র মন্ডল মারা গেছেন। রবিবার (১৬ জুলাই) ভোরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভান্যুধায়ী রেখে গেছেন।
গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া (শিববাড়ী) এলাকার বাসিন্দা রমেশ চন্দ্র মন্ডল ব্যক্তি জীবনে ছিলেন তার নিজ হাতে গড়া রিপন মাইক অ্যান্ড ব্যাটারী সার্ভিসের স্বত্ত্বাধিকারী। তাঁর সংরক্ষণে সোনালি দিনের কয়েক হাজার পুরনো বাংলা, হিন্দি, উর্দু গান ছাড়াও ছিল ধর্মীয় সঙ্গীত ও কীর্তন।
সাংস্কৃতি প্রেমী রমেশ চন্দ্রের মৃত্যুতে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল হোদা প্রধান টুকু, সাধারণ সম্পাদক আকতার হোসেন জুয়েল, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সিনিয়র সহ-সভাপতি খোকন আহমেদ, সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংস্কৃতিক সংগঠন চাকার চেয়ারম্যান বাবুলাল চৌধুরী, বাঙালি থিয়েটারের সহ-সভাপতি বদরুন নেছা কেয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।